গত সপ্তাহে ক্রাইস্টচার্চে দুই মসজিদে ভয়ংকর সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের ঘটনায় দেশটিতে বৃহস্পতিবার হিজাবের প্রতি সমর্থনে সংহতির ডাক দিয়ে ইভেন্ট খুলেছেন স্থানীয় এক নারী। তারা বলছেন, শুক্রবার মুসলিমদের সমর্থনেই ক্রাইস্টচার্চে মসজিদের কাছে তারা হিজাব পরে অবস্থান নেবেন।
রয়াইন রাশ নামে স্থানীয় ওই নারী ‘হিজাবের প্রতি একাত্মতা’ প্রকাশ করে প্রচারণা চালাচ্ছেন। ক্রাইস্টচার্চে মুসলিম নারীদের সমর্থন করতে স্থানীয় নারীদের মাথা ঢেকে হিজাব পরতে উৎসাহিত করছেন।
রয়াইন রাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট চালু করেন। এতে তিনি বলেন, এটি আমাদের মুসলিম সম্প্রদায়ের সমর্থনে শুক্রবার ২২ মার্চ একটি সাধারণ অঙ্গভঙ্গি। এটি ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আমাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া।
এর আগে বুধবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দেশটির নারীদের শুক্রবার হিজাব পরতে উৎসাহিত করেছেন। তিনি এ হামলায় নিহতদের স্মৃতি ধরে রাখতে হিজাব পরে দুই মিনিটের নীরবতা পালন করবেন।
গত সপ্তাহে হামলার পর থেকে নিউজিল্যান্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে ইসলামবিদ্বেষী মনোভাব রয়েছে।
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসীর বন্দুক হামলায় ৫০ জন প্রার্থনারত মুসল্লি নিহত হয়েছেন।
More Stories
দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনা ভাইরাস ভারত এবং ইউরোপে নতুনভাবে রূপান্তরিত
ভারতে শ্মশান ঘাটে লাশের সারি, এ যেন আরেক মৃত্যুপুরী
কোভিড জীবাণু বায়ুবাহিত দাবি করে ১০ বৈজ্ঞানিক কারণ জানালেন গবেষকরা