সম্প্রতি নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চ শহরের ৫ কিলোমিটার ব্যবধানের আল নূর মসজিদ ও লিনউড মসজিদ নামে দুটি মসজিদে জুম্মাবারে একই খ্রীষ্টান একজন জঙ্গী কর্তৃক হামলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম ও পত্রিকান্তরে জানা গেছে- এতে সৃষ্টিকর্তা, রাব্বুল আলামীনের কাছে সিজদারত অবস্হায় নির্দয়ভাবে গুলিবর্ষণে নিহত হয়েছেন প্রায় ৪৯ জন এবং আহত অসংখ্য, যাদের বাকী জীবন অসহায় পঙ্গু ভাবে কাটাতে হবে । অপরাধ- তারা মুসলিম এবং তারা প্রবাসী বা বহিরাগত । আমরা প্রবাসীগণ এ কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানাই । মহান আল্লাহ এ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তাঁর ইবাদত করতে এবং পৃথিবীতে মানুষ তার জীবনাকাল অতিবাহিত করতে জীবিকা অন্বেষণ করতে । প্রসঙ্গতঃ মুসলিম নিহতগণ এর বাইরে ছিলেন কি ? দেশের বাহিরে জীবিকার সাথে আল্লাহের নৈকট্য লাভের ইবাদতে মসজিদেই এ সন্ত্রাসবাদী হামলার শিকার হলেন এ প্রবাসী মুসলিমগণ। প্রবাসী হন তারাই মূলতঃ- যারা অপেক্ষাকৃত পরিশ্রমী অথবা রাষ্ট্র কর্তৃক কোন না কোনভাবে নিপীড়িত । বাহ্যিক চাকচিক্যময় জীবনযাপন হলেও এরা অনেক অসহায়, হয় নিজ মাতৃভূমিতে নাহয় প্রবাস ভূমিতে । আজ দেশে দেশে জীবন-জীবিকা ক্রমান্বয়ে কঠিনতর হয়ে পড়ছে । তা স্ব স্ব দেশে অবস্থানকারীদের জন্য যেমন, প্রবাসীদের জন্য তেমন । বিশ্বের সকল দেশেই কট্টর রাজনৈতিক দলগুলো অনেক কারণের সাথে এটাকেও প্রধান কারণ হিসেবে উপস্হাপন করছে এবং করতে শুরু করেছে। অনেক বড় বিপদ এটার ব্যবহারে, সাথে রয়েছে ধর্মীয় ভিন্নতা । এগুলোকে ব্যবহার করছে সরকার ও রাজনৈতিক দলগুলো ক্ষমতার পিচ্ছিল সিঁড়িতে । অসহায় মানুষ ও মানবতা আজ কখনও জঙ্গী আবরণে, কখনও ধর্মীয় আবরণে, কখনও বহিরাগত আবরণে, কখনওবা রাষ্ট্রীয় ক্ষমতার আবরণে ধুঁকছে আর মরছে । সকল ধর্মে স্রষ্টা’র প্রতি আনুগত্য ও মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনের কথা বলা হয়েছে । তবুও আমরা মানুষেরা পশুত্বের শিকার, অসুরের শিকার । আজ আমরা মিথ্যা বর্ণবাদ ও মিথ্যা জাত্য অভিমানের শয়তানি কর্মকাণ্ডের বলী হচ্ছি । হে সৃষ্টিকর্তা,হে আল্লাহ্, আমাদের রক্ষা করো ।

20190225_211621

-আলম শাহ্, বার্তা প্রধান, Dtv-Italy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading