Friday April16,2021

রাজধানীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। আজ সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা খাতুন।

তিনি জানান, সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর ৩৪ নম্বর বাড়ির দোতলায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে ও দুঘর্টনায় আহত দুই নারীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

শুদ্ধস্বর/এন.এইচ