Sunday April11,2021

(১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সাংবাদিকদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রার্থীদের উপর হামলা হয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ঢাবির মর্যাদা রক্ষায় পুনর্নির্বাচন দাবি করছি।

এসময় ভিপি নুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের মতামত নিয়ে দায়িত্ব গ্রহণ করার কথা জানান তিনি।