৭ মার্চ। ভয়েজ অব বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৮ সালের ৭ মার্চ তরুণ প্রজন্মের মেধা বিকাশের প্লাটফর্ম হিসেবে ভয়েজ অব বাংলাদেশের যাত্রা শুরু হয়। গত ১ বছরে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারী সহিংসতা বিরোধী আন্দোলন ক্যাম্পেইন সহ পথশিশুদের নিয়ে নানা অনুষ্ঠান সহ প্রায় ১৫ টির মতোন ইভেন্ট এর আয়োজন করা হয় ভয়েজ অব বাংলাদেশের উদ্যেগে। লেটস ক্রিয়েট।

53800861_1024317304418460_2217476247531814912_n

চলো সৃষ্টি করি এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি এদেশের তরুন প্রজন্মের প্রতিভাগুলো বিকাশের প্ল্যাটফর্ম হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেনপাড়া,পর্বতা,মিরপুর ১০ এ ভয়েজ অব বাংলাদেশের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

53236169_2247109398944936_7202738770473385984_n.png

সংগঠনটির প্রেসিডেন্ট জাকওয়ান হুসাইনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জননেতা এম সাইফুল্লাহ সাইফুল। আলোচনা সভা শেষে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading