শপথ নিয়ে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত অন্যদেরও শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকের সামনে এ আহ্বান জানান সুলতান মনসুর। বলেন, আমি ছাড়া ঐক্যফ্রন্টের আরও যারা নির্বাচিত হয়েছেন, তারা সংসদে এসে জনগণের পক্ষে কথা বলুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট নেবে। আমি এ কথা বলতে পারি যে, আমি যা করেছি তা আমাদের দলের শীর্ষ নেতার নলেজে করেছি। তিনি বলেন, আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ জেনে-বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে এ নেতা বলেন, আমরা ৮ জন জয়ী হয়েছি।
More Stories
করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষের মৃত্যু
মিয়ানমার সেনা অভ্যুত্থান : ক্র্যাকডাউনে এক দিনে ৮০ জনের বেশি নিহত
মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণা নিখোঁজ, থানায় ছেলের জিডি