ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে আওয়ালিয়া (২৮) ও মশিউর মিয়া (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আমিনুর রহমান (৪২), আরিফ হোসেন (৩০) এবং আব্দুল মজিদ (৩৪) নামে অপর তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকারদলীয় কয়েকজন নেতার তত্ত্বাবধানে ধর্মশুরে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। সকালে ৭/৮ জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় উপর থেকে মাটি ধসে তাদের ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
More Stories
রাতে খালেদা জিয়াকে দেখবে মেডিক্যাল টিম
‘মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছে শেখ হাসিনা সরকার’
কবরী চাচির কথা রাখতে পারিনি: শামীম ওসমান