চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন লাবু সাহা (৩৪) ও প্রাইভেটকার চালক বিল্লাহ হোসেন (৩০)।
এ ঘটনায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিআরবি এলাকায় প্রাইভেটকারটির ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় ১০০টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। যার মূল্য ৪ কোটি টাকারও বেশী।
তিনি আরও বলেন, এসব স্বর্ণের বার অবৈধ পথে দেশে আনা হয়েছিল। তারা বারগুলো নিয়ে চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে স্বর্ণের বার পাচারের কিছু তথ্য পাওয়া গেছে। এর সাথে জড়িতদের আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
More Stories
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকে যা হলো
দুই জান্নাতই ছিল চুক্তিভিত্তিক স্ত্রী, দাবি মামুনুল হকের!
লকডাউনে যুবকের সঙ্গে ধস্তাধস্তি : সেই এসআই ক্লোজড