
শুদ্ধস্বর রিপোর্ট । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৪ শে মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন জাবি এলমানাই এসোসিয়েশন ইন দা ইউকের উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে । এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাবির প্রথম বর্ষের ছাত্র বীর মুক্তিযোদ্ধা জাকসুর প্রথম সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আ ত ম গিয়াস উদ্দিন আহমেদ খিজির । সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক ইকবাল হোসেন । আলোচনা সভা ছাড়াও শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষায়ক চিত্রাঙ্কনের ব্যবস্থা থাকবে, সভায় ইউকেতে অবস্থারত জাবির সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য একান্তভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের যুগ্মও আহব্বায়ক ডক্টর সাবের শাহ । লন্ডনের গ্রিন স্ট্রীট এ ক্যাফে গ্রিন এ দুপুর একটায় অনুষ্ঠিত হবে । জাবি এলামানাই এসোসিয়েশন ইউকে র প্রেস বিজ্ঞপ্তিতে এসংবাদ জানানো হয়েছে ।