Wednesday April14,2021

যে স্বপ্ন এঁকেছিলে কারিগর দুনয়নে
নতুন কুঁড়িতে ছড়িয়েছিলাম আপন মনে
চালাকের শহরে গ্রাম্য সততা পথ খোঁজে
রাস্তার নেড়িগুলো মরা কামড়ায় না বুঝে।
বদ্ধ ঘরে উদ্যম হারে জাগে সংশয়
এ বাগানের ফুলগুলো যেন ঝরে না যায়
এরপর তবে ফুল ফুটানো হবেনা আর কারো
স্বপ্নগুলো তখন তুমি বিকিয়ে দিতে পারো।
অনুরক্তি,
এ পাড়ার ভালবাসা খালি অভিমান জমায়
আর চাটুকারিতার ফুলশয্যা সিংহাসন রাঙ্গায়
গন্ধে মাতাল হয়েছিল মৌ ফুল দেখে নয়
কারিগরের কারিগরিতে এখন করে ভয়।
দেশ গড়বো মহাকাল হবো শান্তি চতুর্দিক
গাছের পাতায় রটিয়ে দেবো “আমি নির্ভীক”
ছড়িয়ে দেওয়া স্বপ্নগুলো এখন রাঙ্গায় চোখ
স্বপ্ন অনেক দেখা হয়েছে এবার সত্যি হোক।

20190211_214211

মেহেদী রুবেল