বইমেলা ৬ (ক)/ আত্মার আত্মীয়
আমাদের সহযোগী। বাংলাদেশের অঙ্কুর প্রকাশনী। বাংলাদেশ মণ্ডপে আছে। অঙ্কুরের প্রধান বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন দেশের লেখকদের বই প্রকাশ করে। কর্ণধার মেসবাহউদ্দীন আহমেদ। নিজে ও দেশে শ্রমিকদরদী। প্রকাশনা জীবিকা কিন্তু ভালবাসা বেশি মাত্রায়। কলকাতা এলে একটু দেখভাল করে দিই। তিনি মনে হয় খুশিই থাকেন।– কে তিনি? বর্ডারে এমন জানতে চায়। গাঙচিলের প্রকাশক বলেছিলেন, আত্মার আত্মীয়।
শুল্ক-অফিসার বলেন, কী কইলেন, দিদি? আবার কন!
আত্মার আত্মীয়!
More Stories
উৎসবহীন পহেলা বৈশাখ আজ
দেশে সর্বাত্মক লকডাউন শুরু
বাংলাদেশ নিয়ে অমিত শাহের কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী