Wednesday April14,2021

বাংলাদেশের অঙ্কুর প্রকাশনী নিয়ে কলকাতার গাঙচিল পত্রিকার সম্পাদক অধীর বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস

বইমেলা ৬ (ক)/ আত্মার আত্মীয়

আমাদের সহযোগী। বাংলাদেশের অঙ্কুর প্রকাশনী। বাংলাদেশ মণ্ডপে আছে। অঙ্কুরের প্রধান বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন দেশের লেখকদের বই প্রকাশ করে। কর্ণধার মেসবাহউদ্দীন আহমেদ। নিজে ও দেশে শ্রমিকদরদী। প্রকাশনা জীবিকা কিন্তু ভালবাসা বেশি মাত্রায়। কলকাতা এলে একটু দেখভাল করে দিই। তিনি মনে হয় খুশিই থাকেন।– কে তিনি? বর্ডারে এমন জানতে চায়। গাঙচিলের প্রকাশক বলেছিলেন, আত্মার আত্মীয়।
শুল্ক-অফিসার বলেন, কী কইলেন, দিদি? আবার কন!
আত্মার আত্মীয়!