প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে কতো রকম পথই না বেছে নেয় মানুষ। ঠিক তেমনই একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিভৃত পল্লির বাসিন্দা লতিফুন নেছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে লালন-পালন করেছেন একটি ছাগল। প্রায় একশ কেজি ওজনের ছাগলটি তিনি নিজেই পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের লতিফুন নেছা ২০১৬ সাল থেকে এই ছাগলটি লালন পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার উদ্দেশ্যেই এটি লালন-পালন করতে শুরু করেন বলেন জানান লতিফুন নেছা। বর্তমানে ছাগলটির ওজন প্রায় ১০০ কেজি। প্রধানমন্ত্রীর কাছে ছাগলটি পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
এলাকাবাসী জানান, মৃত সামছুদ্দিন মণ্ডলের স্ত্রী লতিফুন নেছার পাঁচ ছেলে ও ছয় মেয়ে নিয়ে অভাবের সংসার। সংসারে চরম অভাব থাকা সত্ত্বেও ছাগলটি তিনি বিক্রি করেননি। এ বিষয়ে লতিফুন নেছা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অন্ধভক্ত আমি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ছাগলটি গ্রহণ করেন, তাহলে আমার জীবনের শেষ স্বপ্ন ও ইচ্ছাটুকু পূরণ হবে। ছাগলটি আমি প্রধানমন্ত্রীর জন্যই লালন-পালন করে বড় করছি। আমি প্রধানমন্ত্রীকে এটি উপহার দিতে চাই।’
এ বিষয়ে স্থানীয় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘লতিফুন নেছা একটি ছাগল প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে আনন্দ পাবেন। এটি একান্তই ব্যক্তি ও দলের প্রতি ভালোবাসা। না হলে এ ধরনের সিদ্ধান্ত হয় না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading