
হতাশা ঝেড়ে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডের সমাবেশে হাজির থেকে প্রতিবাদ করার পরামর্শ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য। বিজেপিকে ধর্মীয় ফ্যাসিবাদী হিসাবে উল্লেখ করে তিনি বলেছেন,“বিজেপি ধনী-বৃহৎ জমি মালিকদের দল।” এই বক্তব্যের পাশাপাশি তিনি বাম কর্মীদের উজ্জীবিত করতে বলেছেন,“হিন্দুত্বের আড়ালে দেশজুড়ে দাঙ্গার পরিকল্পনা বামপন্থীরাই রুখতে পারে।” তাঁর কথায়, জলপাইগুড়ির চা বাগান থেকে লালগড়ের আদিবাসী অঞ্চল এবং কোলিয়ারি শিল্পাঞ্চল থেকে সুন্দরবনের বনবাদাড় পর্যন্ত দলীয় কর্মীরা যে প্রচার চালাচ্ছেন ব্রিগেড সমাবেশের জন্য তাও উল্লেখ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অভিমত, ব্রিগেড সমাবেশ থেকেই লোকসভা ভোটেরও যে প্রস্তুতি নিতে হবে বাম নেতা-কর্মীদের তাও এদিন পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।