
পুলওয়ামায় হামলার খবর শোনার পর কিছু মুখে তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের তোলা অভিযোগের ভিত্তিতে পাল্টা এমনটাই দাবি করল বিজেপি।
কংগ্রেস অভিযোগ তোলে, পুলওয়ামায় সিআরপি জওয়ানদের উপর যখন জঙ্গি হামলা হয়, সে সময় নৈনিতালে জিম করবেট জাতীয় উদ্যানে তথ্যচিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী। শুধু ব্যস্ত থাকাই নয়, রামনগরের সরকারি অতিথিশালায় বসে রীতিমতো চা-পকোড়া আড্ডায় মেতেছিলেন তিনি। স্থানীয় সংবাদপত্রে মোদীর কর্মসূচি সবিস্তারে প্রকাশিত হওয়ার পরেই সেটাকে হাতিয়ার করে তীব্র আক্রমণে নামে কংগ্রেস।
এ বার প্রধানমন্ত্রীর সফরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। সরকারি সূত্রে প্রকাশিত সেই বিবরণে বলা হয়েছে, মোদী সকাল ৭টায় দিল্লি থেকে দেহরাদূনের উদ্দেশে রওনা দেন। খারাপ আবহাওয়ার জন্য সেখানে চার ঘণ্টা আটকে থাকতে হয়। প্রায় ১১.১৫ নাগাদ জিম করবেট জাতীয় উদ্যানে যান মোদী। সেখানে ঘণ্টা তিনেক সময় কাটান।