
গণতন্ত্রের মানসপুত্র খ্যাত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী আর নেই। ৮ই ফেব্রুয়ারি দিনের বেলা হঠাৎ করেই তাঁর ঘনিষ্ঠজনদের কাছে আকস্মিক মৃত্যুর খবরটি এসে পৌঁছায়। বৃহস্পতিবার রাতে লন্ডনে নিজ বাসায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। গত রবিবার (৩ ফেব্রুয়ারি) অক্সফোর্ড ইউনিয়েনে ‘আল জাজিরা: হেড টু হেড’ অনুষ্ঠান রেকর্ডকালে দর্শকসারিতে শেষবার তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। মরহুমের বন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। সুলতান শরীফ জানান, ৩রা ফেব্রুয়ারি আল জাজিরার অনুষ্ঠানে দীর্ঘ কয়েক ঘণ্টা তাঁর সঙ্গে আড্ডা দিয়েছি। হঠাৎ করে আজ তাঁর মৃত্যুর খবর স্তম্ভিত করে দিয়েছে।