
মনটা আমার ঝরছে,
ঝরা পাতার মতোন-
তোমার জন্য পুড়ছে এ মন,
দিচ্ছে দোলা হাওয়ার মতোন।
তোমার প্রেমের নিমন্ত্রণ,
পাচ্ছি না বিলক্ষণ –
কষ্টরা কেমন যেন যাচ্ছে আমায় ডাকি,
বলছি তোমায় সত্যি ভালোবাসি!!
মনটা আমার ঝরছে,
ঝরা পাতার মতোন-
তোমার জন্য পুড়ছে এ মন,
দিচ্ছে দোলা হাওয়ার মতোন।
তোমার প্রেমের নিমন্ত্রণ,
পাচ্ছি না বিলক্ষণ –
কষ্টরা কেমন যেন যাচ্ছে আমায় ডাকি,
বলছি তোমায় সত্যি ভালোবাসি!!