
এবারের বাংলা একাডেমীর চত্বরে একুশে বই মেলায় আসছে প্রবাসী লেখক কবি এবং শুদ্ধস্বর ডটকমের সহকারী সম্পাদক বুলবুল তালুকদারের কবিতার বই জলে ভেজা শ্যাওলা । প্রবাসী এই কবি বসবাস করেন ইউরোপের অত্যন্ত সুন্দর ছবির মতো দেশ অষ্ট্রিয়ার লিঞ্জ শহরে, সেখানে বসেই তিনি বাংলা সাহিত্য চর্চা করছেন নিরন্তর ভাবে , এর আগেও তার একটি বই বের হয়েছে , দেশের পত্রপত্রিকায় লেখালেখি করেন নিজেকেও যুক্ত রেখেছেন অনলাইন নিউজ পোর্টাল শুদ্ধস্বর ডট কমের সাথে । প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও তার কাব্য রচনা আসলেই অসাধারন ঘটনা । তার কাব্য গ্রন্থ জলে ভেজা শ্যাওলার ভুমিকা লিখেছেন ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা রাজনিতিক কলামিস্ট শফি আহমেদ , বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী , এই প্রকাশনীর স্টল নং ৪৬২ । আমি আশা করছি সমাজ এবং রাজনীতি সচেতন এই প্রবাসী কবির বইটি পাঠক প্রিয়তা পাবে এ সপ্তহেই বইটি বাংলা একাডেমীর মেলায় আসবে । লেখকের জন্য শুভ কামনা রইলো ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।