Friday April16,2021

অতি উৎসাহেই প্রাণ দিতে হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা সৈয়দ সাইমন বিন নুর কনককে। শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ির মালবাজার মহকুমার মুর্তি নদী সংলগ্ন চন্দ্রচুর ওয়াচ টাওয়ারের কাছে রাজ্য সড়কে একটি দাঁতাল হাতির আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন। কয়েকদিন আগেই কয়েকজন সঙ্গীসহ কনক ডুয়ার্সে বেরাতে এসেছিলেন।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কনক ও তার সঙ্গীরা গাড়ি করে মূর্তি নদী সংলগ্ন রাস্তা দিয়ে দলগাঁও যাচ্ছিলেন। রাস্তার উপর হাতি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন কনক। সাহস দেখিয়ে হাতিটির অনেকটা কাছে গিয়ে মোবাইলে ছবি তোলার চেষ্টা করেন। ছবি তোলায় তিনি এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, হাতিটির মতিগতির উপর নজর রাখতে পারেননি। সহসাই হাতিটি তাকে আক্রমণ করে। প্রথমে শুড় দিয়ে আছাড় মারে।