
বেঙ্গালুরু: নতুন করে বিতর্ক বাঁধালেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে৷ তাঁর একটি মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত৷ হিন্দু ধর্মে ভেদাভেদের কোনও জায়গা নেই বোঝাতে গিয়ে রবিবার একটি মন্তব্য করেন তিনি৷ জানান, হিন্দু মেয়েকে ছুঁলে সেই হাত কেটে ফেলতে হবে৷ সেটা কার হাত দেখে না হিন্দু ধর্ম৷
কর্ণাটকের কোদাগু জেলায় একটি অনুষ্ঠানে হাজিড় হন অনন্ত কুমার হেগড়ে৷ সেখানে এদিন জানান, হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে৷ তারা জাত-ধর্ম নিয়ে ভেদাভেদ করে না৷ তাই কোনও হাত হিন্দু মেয়েকে ছুঁলে তা কেটে দেওয়ার ক্ষমতা রাখে হিন্দুরা৷
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবর সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছেন হেগড়ে৷ এর আগে সমাজের তথাকথিত বুদ্ধিজীবীদের নিশানা করেন তিনি৷ জানান, তাঁরা জীবিত ও মৃত শরীরের মধ্যে ফারাক খুঁজে পায় না৷ কারণ অন্তর আত্মা কী সেটা বোঝেন না তাঁরা৷ আবার দল ও সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য করতে ছাড়েননি৷
২০১৭ সালে তিনি বলেছিলেন, খুব তাড়াতাড়ি বিজেপি সংবিধান পরিবর্তন করবে৷ আরও বিস্তারিত ভাবে জানান, অতীতে অনেকবার সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়েছে৷ ভবিষ্যতেও তা করা হবে৷ বিজেপি সেই কাজ করবে৷ তিনি মানুষকে ধর্মের মাধ্যমে পরিচিত হওয়ার পরামর্শ দেন৷ জানান, যারা জানে না তাদের শরীরে কোন ধর্মের রক্ত বইছে তারাই নিজেদের ধর্মনিরপেক্ষ বলে পরিচয় দেয়৷ আর নিজেদের বুদ্ধিজীবী বলে৷ সূত্র : কলকাতা ২৪×৭