
কাঁটাছেঁড়া থেকে শরু করে যত প্রকার কুষ্ঠ ঘাঁ শরীরে হতে পারে তার সবগুলোর একটি মাত্র সমাধান, “সুরজ মিঞার মলম ” ! আসেন ভাই আসেন, দুইটা নিলে একটা ফ্রি! আসল মূল্য শতটাকা, শুধু আজকের জন্য মাত্র , দশটাকা /দশটাকা /দশটাকা । ওই আবুল এই দিকে একটা দে …….. । কাজে আসে কিনা ? তা জনগণ ভালোই বুঝে বা টের পায় ।
অনেক অনেক বছর পূর্বে হলে একটি বাংলা ছবি দেখেছিলাম, নাম মনে নাই। সেই ছবিতেও এটিএম সামসুজ্জামান বড়ি বিক্রেতা ছিলো , ” মতি মিঞার বড়ি” । সেই সুরজ মিঞার মত, সর্ব রোগের সমাধান। অবশ্য মতি মিঞা সেই বাংলা ছবিতে কোনো এক জায়গায় স্বীকার করে, তার বড়ি আটার গোল্লা ছাড়া কিছুই না । এতে কোনো কাজে আসে না , তবে কোনো ক্ষতিও করে না ! তবে মজার বিষয় মতি মিঞা এক সময় বড়ি বিক্রি করতে না পেরে , বিড়বিড় করে পাবলিকরেই বোকা ভাবতে থাকে !
ওবায়দুল কাদের সাহেব দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং মন্ত্রী । বানান করে করে বেশ লম্বাটানে অনেক কথাই বলেন। বলার একটা আলাদা আর্ট অবশ্যই আছে, বেশ আকর্ষণীয় বটে ! কাদের সাহেব সদ্য সেরকমই একটি আকর্ষণীয় বাণী দিয়েছেন ,
” সিটি নির্বাচন বিএনপি না আসলেও নির্বাচন থেমে থাকবে না “।
ভালো বক্তব্য বটে। কেবলমাত্র একটি দলের জন্য নির্বাচন আঁটকিয়ে থাকলে সেটা নিশ্চিত গণতন্ত্রের বলি হয়ে যাবে এবং এটা হওয়াও অনাবশ্যক মোটেও নয়। তবে প্রশ্ন করা যাবে কি , আওয়ামী লীগের মত দলের একজন জেনারেল সেক্রেটারির মুখে এই বাণী কে ” রাজনৈতিক বক্তব্য ” বলা যাবে কি ? কাদের সাহেব আজকেও আবার আরো একটি বক্তব্য দিয়েছেন , ” ঘরোয়া কোন্দলেই বিএনপি ভাঙবে ” ।
গত পাঁচ বছর আওয়ামী লীগের হেন কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না , যিনি বা যারা কিনা একটি দিনের জন্যেও বিএনপির নাম না যপে থাকতে পেরেছেন বা ঘুমাতে গেছেন ! সম্ভবত মানুষ দিনে এতবার তজবিও যপে না, যতবার আওয়ামী লীগের নিম্ন থেকে উচ্চতর পর্যায়ে সকল নেতাই যতবার বিএনপির নাম মুখে যপেছেন !! এই বিএনপির নাম যপা থেকেই বলা যায় আওয়ামী লীগের বিপরীতে দেশে কোনো রাজনৈতিক দল এখনও প্রতিপক্ষ । সমস্যাটি এখানেই, সেই ভাঙনের কাহিনীতে।
লক্ষ্যণীয় যে, গত পাঁচ বছরে আওয়ামী জেনারেল সেক্রেটারির মুখে বিএনপি সমন্বয়ে কত কি জনগণ শুনেছে ! যেমন : বিএনপি নিঃশেষ হয়ে গেছে / বিএনপি আবার কি জিনিস ? /বিএনপি বিলুপ্তপ্রায় / বিএনপি খাদের কিনারায়/ বিএনপি জনমানুষ বিহিন দল/ আরো অনেক আছে যা এই মূহুর্তে মনে পড়ছে না।
জনাব কাদের সাহেব সহ আওয়ামী লীগাররা, এই পাঁচ বছর যাবত্ বিএনপি সমন্বয়ে একাধারে এত ভবিষ্যত বাণী দিলেন ! কিছুই তো ঘটলো না। এমনকি লন্ডনে বসে থাকা তারেক জিয়া কে নিয়ে এত বলেন! আজ অব্দিতো তারেক জিয়ার নেতৃত্বেই দল সুসংগঠিত আছে বলেই প্রতীয়মান হয়। এই দলটিকে ভাঙতে তো পারেন নি বরং আপনাদের কিছু ছুঁটে নির্বাচন পূর্বে ঐক্যফ্রন্টে সামিল হয়েছিলো !
আপনারাই সরকারি দল , আবার আপনারাই বিরোধী দল। হাসিও পায় আবার কান্না আসার মত। অনেকটা , ” মেয়ে না পেয়ে আপন চাচাতো বোন কে বিয়ে করার মত ” ! কাদের সাহেব সহ আওয়ামী লীগ আবার , নিঃশেষিত দলটির যে কয়জন সাংসদ আছে ওনাদের সংসদে বিরোধী দলের ভূমিকায় বলিষ্ঠ কন্ঠস্বর আশা করেন !
জনাব কাদের সাহেব , সমস্যা হলো আপনাদের দেওয়া মলম বা বড়িতেই যে নানান ভেজাল । ক্ষমতায় বসেছেন, একটু ধৈর্য এবং সহনশীলতা আপনাদের কাছে জনমানুষ প্রত্যাশা করে। তাছাড়া বিনি পয়সায়তো অনেক মলম আর বড়ি বিএনপি কে দিয়েছেন, কোনো কাজে আসেনি! এবার এই মলম আর বড়ি বিক্রি বন্ধ করেন। আপনাদের মত বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আমরা সাধারণ জনগণ রাজনৈতিক বক্তব্য আশা করি । এখন মনে হয় চুড়ান্ত সময় হয়েছে, শুধু ঢিল না ছুঁড়ে রাজনৈতিক হাত বাড়িয়ে দেবার।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম