
এখন তার ৬২ বছর চলছে। বয়স অনুযায়ী সেভাবে কোনো রোগই বাসা বাঁধেনি বলিউড তারকা অনিল কাপুরের শরীরে। কিন্তু তাই বলে তিনি যে পুরোপুরি সুস্থ তা কিন্তু নয়। এ সময়ে কাঁধের ব্যথা তাকে খুব ভোগাচ্ছে। আর সেই কারণেই তিনি পাড়ি দিতে যাচ্ছেন জার্মানি। গত কয়েক সপ্তাহ ধরেই কাঁধে অসহ্য যন্ত্রণা অনিল কাপুরের। ভারতে ডাক্তার দেখিয়ে তার নাকি তেমন কোনো লাভ হয়নি। তাই চিকিৎসা করাতে তিনি জার্মানি যাচ্ছেন।