
বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তি দাবি করেছেন তার পাঁচ ভাইবোন। বয়োবৃদ্ধ অসুস্থ মায়ের পাশে শেষ সময়ে যেনো থাকতে পারেন, তাই প্রধানমন্ত্রীর কাছে খোকনের মুক্তির দাবি জানিয়েছেন তার ভাইবোনেরা।
শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রাথী ছিলেন। নির্বাচনের প্রচার শুরুর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক নামঞ্জুর করেন। সেই থেকে কারাগারে রয়েছেন সাবেক এমপি খোকন।
খায়রুল কবির খোকনের বড় ভাই রশিদুজ্জামান রুনু, বড় বোন হাবিবুন্নাহার বেগম ও দিলারা বেগম, ছোট বোন নিলুফার ইয়াসমীন, ছোট ভাই জাকারিয়া কবির বিবৃতি বলেন, তাদের মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি কারাবন্দি ছেলেকে শেষবারের মতো দেখে যেতে চান। হাসাপতালের বিছানায় শুয়ে ’খোকন কোথায়’ ’খোকন কোথায়’ বলে প্রলাপ বকছেন। বিবৃতিতে বলা হয়, খায়রুল কবির খোকন অবিলম্বে মুক্তি দেওয়া না হলে হয়ত তিনি আর মায়ের দেখা পাবেন না।