
ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। গত বছর স্থগিত হওয়া নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হয়েছিলেন। শনিবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের সভায় কিশোরগঞ্জ-১ আসনে পুন:নির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনটি পৌরসভা এবং ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়।