
আজ বনসাই বিজ্ঞানী মনির উদ্দিন আহমেদের জন্মদিন , বাংলাদেশে যখন নগরয়ান চলছে , রাজধানী যখন ইটপাথরের জঙ্গলে পরিণত হচ্ছে ঠিক তখন মনির উদ্দিন আহমেদ এই ইটপাথরের মধ্যে সবুজের ছোঁয়া আনতে পরিশ্রম করছেন দিনরাত ,শহরের যান্ত্রিকতার মধ্যেও তিনি প্রকৃতি তুলে আনছেন সুনিপুনভাবে । তাকে আমি চিনি চার দশক ধরে ৮০ দশকের প্রথম দিকে সে জার্মানিতে আসে , অত্যন্ত বন্ধুবৎসল এই মানুষটির সাথে আমার বন্ধুত্ব গড়তে আমার কোন সময় লাগে নি । প ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ফ্ল্যাটে থাকতেন মনির , আমাকে নিয়ে যেয়ে আপায়্যন করলেন এবং অতি আপন করে নিলেন , আমাদের সম্পর্কটা আজও আগের মতোই যদিও সে বাংলাদেশে থাকে , ও যখন জার্মানি ছেড়ে যখন দেশে যাওয়ার সিধান্ত নেয় , আমি ওর সাথে একমত ছিলাম না , যদিও একটি বিশেষ কারনে ও দেশে চলে গিয়েছিলো , তাকে সেই সময় আমি আটকাতে পারিনি, সে অন্যকথা সেইসব দিনের কথা নাই বা লিখলাম । জার্মানিতে থাকাকালীন ই সে তার প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছিলো বিভিন্ন ক্ষত্রে , কোন কাজ সুনিপুনভাবে মনোযোগ সহকারে করা হচ্ছে তার অন্যতম গুন । বাংলাদেশে সে একজন সফল ব্যবসায়ী , ব্যবসার পাশাপাশি তার প্রকৃতি সেবা আমাকে অবাক করেছে , ছাদবাগান , বনসাই শিল্প সহ বিভিন্ন হস্ত শিল্পকে নিরন্তর চেষ্টার মাধ্যমে উন্নত করে উপস্থাপন করার যে যোগ্যতার প্রমান উনি রেখেছেন তা বাংলাদেশের হস্তশিল্পকে অন্যমাত্রায় পোঁছে দিয়েছে । বহুমুখী প্রতিভা সম্পন্ন মনির উদ্দিন আহমেদ রেডিয়েণ্ট বনসাই সোসাইটি অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক, এবং বাংলাদেশ গ্লাস মার্চেন্ট এসোসিয়েশনের ও সাধারন সম্পাদক, তিনি একজন সফল মানুষ সর্বক্ষেত্রে তার সফলতা অব্যাহত থাকুক এই কামনা করছি ।
হাবিব বাবুল , প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডট কম ।