প্রচণ্ড চাপে আছে বিরোধী দল , নূরে আলম সিদ্দিকী স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা বঙ্গবন্ধুর অন্যতম সহকর্মী তিনি ঢাকার দৈনিক মানবজমিনের  সাথে সাক্ষাতকারে বলেছেন তার পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে এরকম সরকার আর দেখেন নি, তিনি বলেন নির্বাচনে নিরপেক্ষতা, গ্রহন যোগ্যতা, জনগনের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে আমি একটি হতাশাব্যাঞ্জক পরিস্থিতি অবলোকন করছি , গতানুগতিক রাস্তায় আরও পাঁচ বছরের জন্য ক্ষমতাকে পোক্ত করার নিমিত্ত ছাড়া নির্বাচনের আর কোন উদ্দেশ্য নেই । তিনি বলেন লেভেল প্লেয়িং ফিল্ড একান্ত জরুরী সেটা একেবারেই অনুপস্থিত । অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না আমাকে জানান তারা  প্রচণ্ড চাপের মুখে আছেন,কোথাও জোড়ালভাবে দাড়াতেই পারছেন না , তার নির্বাচনী এলাকা থেকে ৬ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে , সারা দেশে গ্রেফতার চলছে অবিরাম , এরকম চলতে থাকলে আগামীতে কি হবে তা বলা যায় না ।  আজ আমি ঢাকা ১১ র গণফোরামের প্রার্থী মোজাম্মেল হক বীরপ্রতীকের সাথে কথা বলেছি , তিনি নির্বাচনে মুল প্রতিদন্ধি না হলেও নির্বাচনের মাঠে আছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা  বীরপ্রতীক খেতাব প্রাপ্ত । তিনি জানালেন জনগণ ভোট দেয়া নিয়ে শঙ্কার মধ্যে আছে , তিনি নিজেও একধরণের চাপের মধ্যে আছেন,এক অজানা আতংকের মধ্যে রয়েছে ভোটাররা , তিনি জানালেন  এখানে আওয়ামীলীগ প্রার্থী সহজেই জয় পাবে    এমন ধারনা থেকেই তাদের উপর এখনও মামালা হামালা হয়নি , মূল প্রতিদন্ধি  কাইয়ুম একটি হত্যা মামলায় মালোশিয়াতে পালাতক রয়েছেন তার স্ত্রী নির্বাচনে লড়ছেন , এর ফলে আওয়ামীলীগ প্রার্থী মনে করছেন তার বিজয় নিশ্চিত । এর ফলে এখানে তেমন কোন হামলা মামলা হয়নি ।  এদিকে নরসিংদীতে বি এন পি র প্রার্থীদের উপর হামলার খবরও মিডিয়াতে এসেছে , সেখানে ৫০ জনের মতো আহত হয়েছেন, ২৪ তারিখ সেনাবাহিনী নামার কথা রয়েছে, সেনাবাহিনী নামলেও যে পরিস্থিতির পরিবর্তন হবে সেরকম কোন লক্ষন দেখা যাচ্ছে না ।  প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না , কিন্তু মাঠের পরিস্থিতি অন্যরকম , একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ ।

হাবিব বাবুল ,প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডট কম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading