
আর মাত্র দশ দিন পরেই একাদশ জাতীয় সংসদের নির্বাচন , দলীয় সরকারের অধীনে এই নির্বাচন কেমন হবে তাই এখন আলোচনার প্রধান বিষয়, সারাদেশের সামগ্রিক পরিস্থিতি কি তা জানা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আইনের মারপ্যাঁচে ৫০ টির মতো আসন বাতিল হয়ে যেতে পারে , বাতিল হয়ে যাওয়া আসনে সরকারী দলের জয় অবধারিত কারন সেখানে কোন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছে না , এছাড়াও গণমাধ্যমে খবর অনুযায়ী অনেক প্রার্থী এখনও প্রচারণাই শুরু করতে পারেনি । প্রথম আলোর আজকের রিপোর্ট অনুযায়ী শুধু ঢাকাতে সেপ্টেম্বর থেকে গ্রেফতার করা হয়েছে হাজারের উপর নেতাকর্মী । বি এন পি র দাবী অনুযায়ী সারাদেশে লক্ষাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে, জেলে আছে হাজার হাজার নেতা কর্মী , জেল থেকেই নির্বাচন করছেন ১১ জন প্রার্থী । সারা দেশে তাদ্রর নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে এবং হচ্ছে এটা শুধু বি এন পি র দাবী নয় গণমাধ্যমেই এই খবর গুলো এসেছে , তার পরেও তাদের সভা মিছিলে মানুষের কমতি নেই , এটা দেখে বি এন পিও আশাবাদী যদি ৫০ পারসেণ্ট ও সুষ্ঠু নির্বাচন হয় তা হলে তারাই জিতবে, এরকমই ধারনা করছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক । অন্যদিকে সরকারী দল আওয়ামীলীগ ও স্বাভাবিক ভাবেই প্রচার প্রচারণার দিকে অনেক এগিয়ে আছে , কারন তাদের বাধা দেয়ার কেউ নেই, আছে প্রশাসন , সরকারের বিভিন্ন বাহিনী গুলো সাবাভিক ভাবেই তাদের পক্ষে আছে, ফলে নির্বাচন তাদের জন্য কঠিন বা জটিল কোন বিষয় নয় , তারা মনে করছে তাদের বিজয় খুব সহজেই হবে । শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে বাংলাদেশে কয়েকজন ভোটারের সাথে নির্বাচন নিয়ে আমি কথা বলেছিলাম, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হলে ফল আসবে একরকম আর না সুষ্ঠু হলে ফল আসবে অন্য রকম । ভোটারদের মধ্যে এখনও শঙ্কা আছে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না, আর যেতে পারলেও তাদের ভোট সঠিক গননা করে সঠিক রেজাল্ট প্রকাশ হবে কি না , এই সব কিছুই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে ৩০ ডিসেম্বর পর্যন্ত ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডট কম