
শুদ্ধস্বর রিপোর্ট । সহপাঠীর আত্মহত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসকে অভিযুক্ত করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন অভিভাবকরাও।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা কলেজের সামনে বেইলি রোডের সড়কে বসে পড়েন।
নিহতের সহপাঠী ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের পদত্যাগ চাই। তাদের খামখেয়ালির কারণেই মরতে হয়েছে অরিতীকে।
প্রতিবাদে অংশ নেওয়া ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মা শাহনাজ নুর বলেন, স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালির কারণেই এমন ঘটনা ঘটেছে। শিক্ষার্থী যদি নকল করে থাকে সেজন্য সে ক্ষমা চেয়েছে। স্কুল কর্তৃপক্ষ অরিতীকে বহিষ্কার করতে পারতো। তা না করে তাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা জড়িতদের বিচার চাই।