
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার যেন এখন প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছে। সিইসির পদটি একটি সাংবিধানিক পদ। তিনি এই পদটি কলংকিত করছেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যে শত শত মামলা করা হয়েছে তার সবগুলোর বাদী হচ্ছে পুলিশ। দেশের মালিক হলো জনগণ। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। কিন্তু জনগন আজ আতংকিত। সমান সুযোগ পেলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ব্যালটের মাধ্যমে রক্তের জবাব দেয়া হবে।