
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে নৌকা প্রতীকের গণজোয়ার ও ধানের শীষের গণভাটা দেখে ঐক্যফ্রন্ট নেতারা দিশেহারা ও বেসামাল হয়ে গেছেন। শক্তি কমলে বুকের বিট ও মুখের বিষ বাড়ে। তাই তাঁরা আবোলতাবোল বলতে শুরু করেছেন। তিনি বলেন, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কোথাও কোথাও বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করছে আর দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর।
আজ শনিবার দুপুরে ফেনীর দাগনভূঁঞায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ড. কামাল হোসেন নষ্ট রাজনীতির মূল প্রবক্তা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে ‘খামোশ’ বলে দম্ভোক্তি করেছেন। তিনি এত নিচে নেমেছেন যে সাংবাদিকদের অপমানিত করতে দ্বিধাবোধ করেননি। তিনি (ড. কামাল) পাকিস্তানি ভাষায় কথা বলেছেন।
ড. কামালের গাড়ি বহরে হামলা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ঐক্যফ্রন্টই দায়ী। তাঁরা পল্টন থেকে সন্ত্রাসের সূচনা করেছেন। তাদের দিকে জনগণের কোনো দৃষ্টি নেই। জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কোথাও কোথাও নিজেদের ওপর নিজেরা হামলা করছেন। দোষ দিচ্ছেন আওয়ামী লীগের ওপর।