বগুড়ায় মাহামুদুর রহমান মান্নার ব্যাপক প্রচারণা

শুদ্ধস্বর রিপোর্ট । বগুড়ার শিবগঞ্জ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না আজ সারাদিন ব্যাপক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, বগুড়া থেকে ফেরার পথে জনাব মান্না    টেলিফোনে শুদ্ধস্বর ডট কমকে জানান , আজ শিবগঞ্জের দেউলি, সৈয়দপুর ইউনিয়ন সহ নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালান ,  সেখানে ব্যাপক জনগণের সমর্থন পান , তার  সাথে নাগরিক ঐক্য এবং স্থানীয় বি এন পি র নেতা কর্মীরা প্রচারণায় অংশ নেয় , তার একজন সহকর্মী জানান ৩০ শে ডিসেম্বর এই এলাকার জনগন তার পক্ষেই রায় দেবে এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.