
গ্রাম বাংলার একটি অতি পরিচিত শব্দ দিয়েই শুরু করি। আর শব্দটি হলো ” বোদাই “ যার মূল অর্থ সবারি জানা, তারপরেও বলি ” বোকা “ । শব্দটি মোটেও খারাপ কিছু না, যতটা না নাক সিঁটকানি মনে হয়। সত্যি বলতে এটা আমাদের আঞ্চলিক ভাষার একটি সর্বোচ্চ প্রায়োগিক শব্দ । এটা মনে হয় নেহাত সত্যি কথা যে, আমরা বাঙালিরা অতি শিক্ষিত , কম শিক্ষিত কিংবা নিতান্তই অশিক্ষিত প্রত্যেকটি মানুষই জীবনে একবার না একবার শব্দটি ব্যবহার নিশ্চয়ই করেছি। যাকগে , যেহেতু শব্দটি লেখার জন্য প্রায়োগিক শব্দ নয়, তাই এত ব্যাখ্যা দেওয়া ।
” বোদাই “ শব্দটি শুনেছেন বা ব্যবহার করেছেন , হয়তো বা। তবে কেউ কি কখনো শুনেছেন
” গাছ বোদাই ” শব্দটি? হ্যাঁ গাছ বোদাই শব্দটি আমি কোথাও শুনেছিলাম তবে এর অর্থ শুনিনি। আমি নিজে শব্দটির একটি অর্থ খুঁজে পাই। আমার ধারণায় কি অর্থ? সেটাই বলি। গাছের প্রাণ আছে, এটা তো প্রমাণিত । লক্ষ্য করুন, গাছের প্রাণ আছে, নিশ্বাস নেয়, প্রশ্বাস ছাড়ে, মানে আমাদের নির্গত সকল কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের কে অক্সিজেন দান করে, যার মাধ্যমে আমরা বেঁচে আছি। অথচ সেই গাছ কত বোকা যে, তার প্রাণ থাকা সত্বেও নিজের জায়গা থেকে নড়তে পারে না !!!
উপরের কথা গুলো কেন বললাম , সেটাই ছোটো করে বলার চেষ্টা করি। আগামীকাল ৩০ তারিখ ( লেখাটি যখন লিখছি, বাংলাদেশে ৩০ তারিখ শুরু হয়ে গেছে) দেশে জাতীয় নির্বাচন । এই নির্বাচনে প্রচার প্রচারণায় কি কি হয়েছে ? তা সকলেই অবগত আছেন। সেটা নিয়ে কিছুই বলবো না। তবে এই নির্বাচন কে সামনে রেখে একটি কথা বলতেই হচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে , আমাদের রাজনীতিবিদরা প্রত্যেকেই এক একটি ” গাছ বোদাই ” !!! দুঃখিত এই উদাহরণ আনার জন্য ।কেননা রাজনীতিবিদরা আমদের কাছে সব সময়ই সম্মানিত জন।
লক্ষ্য করুণ :
# এই দেশ একটি পৃথিবী বিখ্যাত ( সেই সময়ে ) পাকি আর্মিদের হাত থেকে মুক্ত করতে, জনমানুষ কে সাথে নিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীন করলো যারা , তাদের পিছনে মূল কারিগর ছিলেন আমাদের রাজনীতিবিদগণ ।
# এরশাদের সেই স্বৈরাচারী কর্মকা থেকে দেশ কে গণতান্ত্রিক পথে ফিরিয়েও আনলো, লক্ষ্য তরুণ ছাত্র সমাজ এবং দেশের জনমানুষ কে সাথে নিয়ে, তার কারিগরও ছিলেন রাজনীতিবিদগণ ।
# আবার সেই রাজনীতিবিদদের ভুলেই তথা কথিত আর্মি নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে, সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের এক প্রতিবাদ থেকে ( ফুটবল খেলা কে কেন্দ্র করে ) দেশকে রক্ষা করার কারিগরও সেই রাজনীতিবিদগণ । এরকম অনেক উদহারণ দেওয়া যাবে।
তবে ছোট্ট করে বলতে হলে বলাই যায়, জনমানুষের কঠিন গাল খান সেই রাজনীতিবিদগণই !!! প্রশ্ন হলো কিন্তু কেন ? এখানেই সেই ” গাছ বোদাই ” এর কথা চলে আসে । এই সম্মানিত রাজনীতিবিদগণ বড় বড় কারিগর, যেমন গাছ অক্সিজেন তৈরি করে আমাদের দেয়। ইনারাও আমাদের অনেক কিছু দেন। তবে সেই গাছের মত প্রাণ থাকা সত্বেও নিজেদের অবস্থান ( জায়গা ) থেকে সরতে পারেন না !!!
লক্ষ্যণীয় যে মাননীয় শেখ হাসিনা ২০০১ সালে বাংলাদেশের ইতিহাসে সর্ব প্রথম সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন , যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। এবারও মাননীয় শেখ হাসিনার হাতে একটি সুযোগ হয়েছিলো , ক্ষমতাসীন সরকারে থেকে কি ভাবে সুষ্ঠু নির্বাচন হয় তা প্রমাণ করে , ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখার। কেননা আমরা সাধারণ জনগণ যারা একদিনের জন্যও তত্ত্বাবধায়ক বা সামরিক সরকার চাই না। আমরা সঠিক গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতেই নির্বাচন চাই।
তবে দুঃখের সাথেই বলছি , এবারের নির্বাচনের প্রচার প্রচারণা থেকে শুরু করে এ অব্দি যা দেখলাম , তাতে কিছুতেই মনে হচ্ছে না, দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। ইতিমধ্যেই পত্রিকায় দেখলাম , নোয়াখালী জেলা শহরে ব্যালট বাক্স লুট হয়েছে! আরো নানান নেগেটিভ খবর পাওয়া যাচ্ছে ! সব লিখতে গেলে অনেক লিখতে হবে, সবই পত্রিকার খবর। শুধু একটি প্রশ্ন করবো, সরকার যদি চায়, তাহলে কি কারো সাধ্যে হয় এগুলো করার ?
তাই বলছিলাম, আমাদের রাজনীতিবিদরা যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করেন অর্থাত “গাছ বোদাই ” থেকে যান, তাহলে আমাদের দেশের ভবিষ্যতে খারপি আছে শতভাগ। হায়রে আমাদের সাধারণ মানুষের কপাল , ওনারা একটি সংলাপ করেছিলেন বটে , একটি লিখিত চুক্তিতে আসতে পারেন নাই , দুঃখজনক! যদি ওনারা ওয়াদা করে লিখিত চুক্তিতে আসতেন এবং জনগণকে সব জানাতেন , তাহলে কি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনই না হতে পারতো।
তারপরেও , এই শেষ মূহুর্তেও শুধু আশা করবো , জনগণ যে করেই হোক নিজের ভোটটি দিতে পারবেন এবং নিজের ভোটের সঠিক ফলাফলটিও আনতে পারবেন। হোক সেটা শত সংগ্রাম করেও। তাহলেই দেশের আগামী ভবিষ্যতের জন্য ভালো। যেই ক্ষমতায় আসুক নৌকা, ধান বা অন্যকিছু , আমরা সাধারণ জনগণ হৃদয় থেকে স্বাগতম জানাবো, যদি নূন্যতম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন।
আবারো আশা করবো , আজকের তিরিশ যেন বিষ হয়ে না আসে। জয় হোক যুদ্ধ জয়ী স্বাধীন দেশের।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক,শুদ্ধস্বর ডটকম ।