
শুদ্ধস্বর রিপোর্ট । উত্তরা থেকে রোড ঐক্য ফ্রন্টের রোড মার্চ গাজীপুর এ সভা করে এখন ময়মনসিংহের পথে রয়েছে , এই যাত্রা পরথে তারা আরও কয়েকটি পথসভা করবে বলে জানিয়েছেন রোড মার্চের সফরসঙ্গী আমাদের প্রতিনিধি নাজমুল হাসান , তিনি জানান ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে , আসম রব , মাহামুদুর রহমান মান্না ,আব্দুল আউয়াল মিন্টু , শহিদুল্লাহ কায়সাস, মোস্তফা মহসিন মন্টূ, সহ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথে পথে বক্তব্য রাখছেন ।