
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে তিনি সভাস্থলে এসে পৌঁছান। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি রাজধানী ঢাকায় আওয়ামী লীগের প্রথম জনসভা, সেখানে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো যোগ দিলেন। জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজকের জনসভার কারণে গুলশান-১ নম্বর থেকে গুলশান-২ নম্বরে আসার সড়কে যান চলাচল বন্ধ। সড়কে ছোট ছোট দলে লোকজন স্লোগান দিচ্ছে, আবার কেউ কেউ ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছে। সবার গন্তব্য গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থল।