
শুদ্ধস্বর রিপোর্ট: ভয়েজ অব বাংলাদেশের উদ্যেগে”কেমন বাংলাদেশ চাই” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেমন বাংলাদেশ চাই? কেমন বাংলাদেশ চায় তরুণ প্রজন্ম। কোটি টাকার প্রশ্ন এটা। আমরা হয়তো নিজেরাও জানিনা আসলে আমরা কি চায়। কিন্তু একদল তারুণ্য জানাতে চায় ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ কেমন হওয়া উচিত। আর সেই লক্ষ্যেই আজ ১৪ই ডিসেম্বর শুক্রবার মিরপুরে প্রায় ২ শতাধিক তরুণ-তরুণীকে নিয়ে ’কেমন বাংলাদেশ চাই ‘ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করে ভয়েজ অব বাংলাদেশ। সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর সিয়াম জয়ের সঞ্চালনায় উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকওয়ান হুসাইন। কর্মশালায় সোস্যাল ডেভেলপমেন্ট,সেলফ ডেভলপমেন্ট সহ দেশের সমস্যাগুলো চিহ্নিত করণ ও করণীয় নিয়ে আলোচনা হয়। তরুন প্রজন্ম আগামীতে বাংলাদেশকে কিভাবে দেখতে চায়,কেমন হওয়া উচিত বাংলাদেশের আগামী সামাজিক ব্যবস্থা। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ কিভাবে গড়া যায়।