
একটি কালোগাড়ি সব সময় ফলো করছে। আমাকে গুম করা হবে। এমনকি মেরেও ফেলতে পারে। সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী কনকচাঁপা নিজ নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলন করতে না পেরে বগুড়ার এক হোটেলে সংবাদ সম্মেলনে এ চিত্র তুলে ধরেন। গুম আর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে বিএনপি মনোনীত প্রাথী তারকা সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, তিনি তার নির্বাচনী এলাকায় প্রাণের ভয়ে ঢুকতে না পেরে বগুড়ায় এসে সাংবাদিক সম্মেলন করেছেন।
সোমবার দুপুরে বগুড়ার এক হোটেলে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আমি নির্বাচনের কাজ পরিচালনার জন্য আমার এক আত্মীয়ার বাসায় অবস্থান করছি। আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বাড়ির মালিককে হুমকি দেয়া হচ্ছে যদি তাকে রাখা হয় তাহলে ওই বাড়ি আগুনে পুড়িয়ে ফেলা হবে।
নির্বাচন কমিশন ১০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণার অনুমতি দিয়েছেন সব প্রার্থীদের।