
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আআজ শহীদ বুদ্ধিজীবী দিবসমার বুকের ভেতর এখন কেবলই হাহাকার/ এবং হৃৎপিন্ড যেন এক/ প্রবল পালকপোড়া পাখি/ থেকে থেকে শুধুই নির্মম চিৎকারে ওঠে ডেকে/ মুনীর মুনীর, জহির রায়হান/ আত্মার সঙ্গীরা আমার/ তোরা সব কোথায় পালালি…।’ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে গিয়ে এভাবেই হাহাকার করে উঠেছিল কবি হাসান হাফিজুর রহমানের বেদনাবিধুর উচ্চারণ।
আজ চৌদ্দই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী নিধনের মর্মন্তুদ স্মৃতিমাখা একদিন। বাঙালীর মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন কাল। ইতিহাসের পাতায় কালো আখরে উৎকীর্ণ বেদনাবিধুর কালবেলা। পথে পথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব বাঙালীর কণ্ঠে আজ উচ্চারিত হবে- ‘উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে, ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই…’। শুদ্ধস্বর রিপোর্ট