
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। রোববার ঠাকুরগাঁও আখানগর ইউনিয়নে এক নির্বাচনী সভায় এ কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে পরিবর্তন চায়না। ওরা শুধু পুলিশ দেখায়, মামলা দেখায় এগুলো দেখিয়ে জনগণের মন থেকে ভালোবাসা আদায় করা যায়না।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, অন্যায় আদেশ মেনে নেওয়াটাও একটা অপরাধ, কেউ যদি অন্যায় আদেশ করে সেই আদেশ পালন করতে আপনি বাধ্য নন। আপনারা অন্যায়ের পথে যাবেন না।
মির্জা ফখরুর জনগণের উদ্দেশে বলেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন। ভোট দিয়ে ভোট গণনা করে বের হবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল,আব্দুল হামিদ, ছাত্র নেতা কায়েশ প্রমুখ