
বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন। সোমবার সকালেই মোদী শেখ হাসিনাকে ফোন করে তাঁকে অভিনন্দন জানান। তাঁর নেতৃত্বের প্রশংসা করেন তিনি। পাশাপাশি আস্বস্ত করেছেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এর প্রত্যুত্তরে শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নয়নে ভারত সরকারের কাছ থেকে যে সাহায্য পেয়েছেন তারও উল্লেখ করেছেন। মোদীই প্রথম রাষ্ট্রনেতা যিনি এবার জয়ের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। মোদীর পাশাপাশি নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার দুপুরে টুইটারে বাংলা ও ইংরেজিতে দেওয়া অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাজিকে জানাই অভিনন্দন।
এ দিকে কলকাতার সব কটি দৈনিক সংবাদপত্রে বাংলাদেশের নির্বাচনের সংবাদ প্রথম পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।