শুদ্ধস্বর রিপোর্ট ।   বুধবার  আবার  প্রধানমন্ত্রীর সাথে   আবার  সংলাপে বসবে জাতীয় ঐক্য ফ্রন্ট , এর আগে আজ  মঙ্গলবার  ঐক্য ফ্রন্টের জনসভা এই জনসভাকে নির্বাচনের আগে ওয়ার্মআপ বলা যায় এই জনসভা থেকে একটি নীতিনির্ধারণী দিকনির্দেশনা দেয়া হবে তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা অনুষ্ঠিত হবে । সোমবার ঐক্য ফ্রন্ট নেতারা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা বলেন সংলাপ এখনও শেষ হয়নি , সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণা করা যেতে পারে, সংবাদ মাধ্যমে প্রকাশ ইসি র  সাথে এই বৈঠকে ই ভি এম নিয়ে মাহামুদুর রহমান মান্নার সাথে একজন কমিশনারের উতপ্ত বাক্য বিনিময় হয়, তারা ইভি এম এ আপত্তি জানান এই বিষয়টি চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত ইভি এম ব্যাবহার স্থগিত করার অনুরোধ জানান     । জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন হওয়ার পর সরকার বিরোধী রাজনিতিতে নতুন করে প্রান সঞ্চারিত হয় , বি এন পি র ২০ দলীয় রাজনীতি অনেকটা ঝিমিয়ে পড়েছিল, বি এন পি র সাথে কোন সংলাপ হবে না এরকম কথা সরকারী দল এবং তাদের সহযোগীরা নিয়মিত বলে আসছিলেন , ঐক্য ফ্রন্ট গঠন হওয়ার পর দৃশ্যপট পাল্টে যায় , ফ্রন্টের প্রস্তাবে সাড়া দিতে দেরী করেনি সরকার , দ্রুত সংলাপে বসেছে , প্রথম সংলাপ সফল না হলেও একটি যোগাযোগ স্থাপিত হয়েছে সরকারের সাথে বাংলাদেশের রাজনীতিতে এটাও একটি ইতিবাচক পরিবর্তন , আজ বিভিন্ন পত্রপত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে  শেখ হাসিনাকে রেখেই নির্বাচনের প্রস্তাব দেবে ঐক্য ফ্রন্ট , এই খবরের প্রতিক্রিয়া জানার জন্য  শুদ্ধস্বরের প্রধান সম্পাদক হাবিব বাবুল    ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা মাহামুদুর রহমান মান্নাকে ফোন  করেছিলেন তিনি জানান এরকম ভাবনা ঐক্য ফ্রন্টের নেই একটি নির্দলীয় নিরেপেক্ষ ব্যক্তিকে সরকার প্রধান করে নির্বাচনকালীন সরকার গঠন করা এখনও আমাদের অন্যতম দাবী , তিনি জানালেন সংবিধান সম্মত ভাবে সংসদ ভেঙে দেয়ার বিষয়টি নিয়ে   আজ আইন বিশেষজ্ঞদের সাথে ঐক্য ফ্রন্টের বৈঠক হয়েছে , আমরা একাধিক প্রস্তাব তৈরি করেছি , বুধবার সংলাপে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে , তিনি জানান  ঐক্য ফ্রন্টের প্রতিনিধি দলের সাথে   তিনি নিজেও সংলাপে অংশ নেবেন সাথে দুজন আইন বিশেষজ্ঞও থাকতে পারে তবে প্রতিনিধি দলের নাম এখনও চূড়ান্ত হয়নি ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading