
শুদ্ধস্বর রিপোর্ট । জার্মান আওয়ামীলীগ আগামী ১৬ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্টে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচারণা সভা করবে , জার্মান আওয়ামীলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে । জার্মান আওয়ামীলীগের আহব্বায়ক জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহব্বায়ক মাহফুজ ফারুক এবং অন্যান্য নেতারা শুদ্ধস্বর ডট কমকে জানান আগামী নির্বাচনে প্রবাসীদের স্বাধীনতার মার্কা নৌকায় ভোট দেয়ার আহব্বান জানিয়ে প্রচার কাজ পরিচালনা করা হবে , প্রবাসীদের মধ্যে যারা নতুন ভোটার তাদের মধ্যে শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ তুলে ধরে ভোট চাওয়া হবে , যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে ।জার্মান আওয়ামীলীগের নেতারা আশা প্রকাশ করেন সারা জার্মানি থেকে ব্যাপক সংখ্যক নেতা কর্মী ফ্রাঙ্কফুর্টের এই সভায় যোগ দিয়ে প্রচারণার কাজে অংশ নেবেন । তারা বলেন যারা নতুন ভোটার হয়েছেন বিশেষ করে তরুন তরুণী তারা যেন শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে সমর্থন করেন এটাই হবে প্রচারণার মূল লক্ষ্য । শুদ্ধস্বর ডট কমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এই সভায় যোগদানের আমন্ত্রণ জানানো হয় । ১৬ ডিসেম্বর রবিবার বিকেল তিনটায় Sallbau Frankfurt Nied এ এই সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।