
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনের বুধবার দুপুর আড়াইটায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন হাজী সেলিম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তবে ভোকাল কর্ডে সমস্যা থাকার কারণে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। তবে তার হয়ে প্রশ্নের জবাব দেন তার আইনজীবী প্রাণ নাথ দত্ত। বিভিন্ন বিষয়ে জবাব দেয়ার পর কথা বলার ইচ্ছা প্রকাশ করেন হাজী সেলিম।
সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি নির্বাচনে বিজয়ী হবেন বলে আশা করছেন? জবাবে হাজী সেলিম আঙুল উচিয়ে ওপরের দিকে ইশারা করতে থাকেন। এর পরপরই বলতে থাকেন ‘নৌকা, নৌকা, নৌকা…।’
গত তিন বছর ধরে স্ট্রোকজনিত সমস্যায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন মদিনা হাজী সেলিম। এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে বঞ্চিত হলেও এবার দলের মনোনয়ন পেয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন এ সংসদ সদস্য। মনোনয়নপত্র পেয়ে শুভেচ্ছা বিনিময়কালে সবার সঙ্গে অল্পস্বল্প কথাও বলছেন। কোনো বিষয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন পড়লে সহযোগীর সহায়তা নিচ্ছেন।