
সুপ্রিমকোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, সংবিধানে একবার সংসদ বহাল রেখে নির্বাচনের কথা থাকলেও ভেঙে দিয়ে নির্বাচনের কথা আছে ১০ বার। তিনি বলেন, সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছোট পরিসরে আরেকবার শেখ হাসিনার সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে গতকাল চিঠি দেওয়া হয়েছে। এর আগের দিন নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর এই সংলাপ হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে। সংবিধানের মধ্য থেকে কীভাবে সংসদ ভাঙা যায় তার একটি উপায় বের করার চেষ্টা করছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরই অংশ হিসেবে গতকাল মওদুদ আহমদের মতিঝিলের চেম্বারে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।
এ বৈঠকে অংশ নেওয়ার আগে শাহদীন মালিক বলেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা সংবিধানে ১০ বার বলা হয়েছে। সংসদ বহাল রেখে নির্বাচন করার কথা বলা হয়েছে একবার। তিনি আরও বলেন, সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়, সেই সম্ভাব্য উপায় বের করার চেষ্টা চলছে। শাহদীন মালিক বলেন, সংবিধানে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করার কথা স্পষ্ট করে লেখা আছে। উভয়ই পক্ষই একমত হয়ে নাগরিকদের ভোটের অধিকার এবং ভোটের ফলের অধিকার নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব উপায় দাঁড় করার চেষ্টা করছি। আমাদের বেশিরভাগ নির্বাচনই সংসদ ভেঙে দিয়ে হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ড. শেখ বোরহানউদ্দিন, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।