
স্বাগতম হে তারুণ্য!!! স্বাগতম মাশরাফি ভাই!!!
সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে স্বাগত জানাই মাশরাফি বিন মর্তুজা’কে। সব মানুষের ব্যক্তি স্বাধীনতা স্বাগত জানানো উচিৎ। এটা যার যার সাংবিধানিক অধিকার। মাশরাফির মতো সৎ এবং দেশপ্রেমিক মানুষদের রাজনীতিতে আসা দেশের জন্য শুভ সংবাদ । এতে রাজনীতির গুনগত মান উন্নত হবে । আজ হয়তো বিএনপি পক্ষের লোক মাশরাফির সিদ্ধান্ত দেখে হতাশ! আর যদি মাশরাফি বিএনপির পক্ষে যেতো তাইলে এতক্ষণে রাজাকার উপাধি পেতো নিশ্চিত! মাশরাফি ভাই এর মতো একজন ভালো মানুষ রাজনীতি তে আসলো এটা তো আমাদের জন্যই ভালো। ভদ্র, মেধাবী এবং শিক্ষিতরা রাজনীতিতে আসলে দেশের উন্নয়ন হতে বাধ্য। মাশরাফির মতো সৎ এবং দেশপ্রেমিক মানুষদের রাজনীতিতে আসা দেশের জন্য শুভ সংবাদ । এতে রাজনীতির গুনগত মান উন্নত হবে। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন, গনতন্ত্রের মানসকন্যা, শেখ হাসিনার এক যুগান্তকারী আবিস্কার রাজনীতিবিদ মাশরাফি বিন মর্তুজা। রাজনীতিতে ভালো মানুষ আসুক এইটা আমরা সবাই চাই। আমি বিশ্বাস করি প্রিয় ম্যাশদের হাত ধরেই বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারায় গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারবে। যারা মাশরাফির রাজনীতির বিরোধিতা করছেন তারা রাজনীতি নয় আওয়ামী বিরোধী। মাশরাফি রাজনীতি করতে পারবেন না এরকম নিয়ম কোথায় লেখা আছে? যে কোন মানুষ যে কোন দল করতেই পারেন যেমন, আপনিও করেন, হয় সরাসরি না হয় মনে মনে একটা দলের সমর্থক। যেমন, মনির খান, বিএনপির নেতা, এর চেয়ে বড় পরিচয় উনি মনির খান। অনেক আওয়ামী লীগের সমর্থক, কর্মি তার ভক্ত। এটা নিয়ে বাকবিতণ্ডা করে যারা তারাও এক ধরণের রাজনীতি করছেন। আসলে রাজনীতি বাদ দিলে কোনো দেশের অস্তিত্ব কল্পনা করা যায় কি? ভাল মানুষ রাজনীতি করুক যে দল তার ভাল লাগে। আমি আবার ও বলব, স্বাগতম রাজনীতির মঞ্চে প্রিয় ম্যাশ ভাইয়া, আপনার মত ভাল মানুষ রাজনীতির মঞ্চে নেই বলে দেশ এত পিছিয়ে। মাশরাফি মানে সৎ এবং দক্ষ নেতৃত্বের অধিকারী একজন বীরপুরুষ। গনতান্ত্রিক দেশে যে দলই বলেননা কেন, কোন দল ছাড়া দেশ অচল। তাই যেহেতু গনতান্ত্রিক দেশ সেহেতু দলভুক্ত হয়েই দেশের ও দশের সেবা করতে হবে। মাশরাফি বিন মর্তুজা যেহেতু একজন দেশপ্রেমিক তিনও যদি দেশের সেবা করতে চান তাহলে তিনাকেও যে কোন দলের অন্তর্ভূক্ত হয়ে অথবা নিজে দল গঠণ করে সঠিক গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই আমরা ভুল না বুঝে তাকে সাদরে গ্রহন করি, আর প্রত্যাশা করি তিনি যেভাবে ক্রিকেটর মাঠে দেশকে দেশের মানুষকে বিশ্ব মানচিত্রে ফুটিয়ে তুলেছেন সেভাবেই তিনি রাজনৈতিক ভাবে জনগনের আরো কাছে গিয়ে তাদের দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করবে এবং সাধ্য অনুযায়ী সেবা করবে। শুভ কামনা মাশরাফির জন্য।