বুলবুল তালুকদারের কবিতা “ধ্বংসন”

সময়ে আমি হতভম্বিত হই,
সময়ে হই বোকা
সময়ে সময়ে চারিদিকে
দেখি শুধু ধোঁকা।
রাজনীতির নামে মসনদের সাথে,
খেলছে
ধর্মের লেবাস ধারি
ধর্ম ছেড়ে মানব বন্দনায়
করে কত আহাজারী!
দু হাত তারা রেখেছে ধরে,
তোমার
গলায় আর পায়
যখন যেটা প্রয়োজন তাদের
কষে ধরবে ঠায়।
ভেবো না তুমি, ওদের বন্দনা
তোমাকে ভালোবেসে!
একদিন তারা মাথায় চড়িবে
তোমাকে মারিবে পিষে।
ভোটের হিসেব কষতে কষতে
হিসেবে করছো ভুল
ওরা তোমাকে ভোট দিবে না
দেখাবে এপ্রিল ফুল।
ওরা ধান্দাবাজ, ওরা ধ্বংসের মূল
ওরা ধর্মকে করে ঢাল!
ওরাই একদিন তোমাকে নাড়াবে
বুঝবে না ওদের চাল।
সময়ে এখন চেয়ে চেয়ে দেখো
বোলবে না কোনো কথা
সময়ে তুমি ব্যথিত হলেও
রুখতে পারবে না যথা।
এতো কোনো নিয়তি নয়,
ডেকেছো দুহাত বাড়িয়ে!
সময়ে তোমাকে কাঁদিয়ে ছাড়বে
বুঝবে সেদিন,
সব হারিয়ে।
ওরা বিষধর, ওরা ধ্বংসের লীলা
ওরা খেলছে তোমায় নিয়ে
একদিন ওরা মসনদে বসিবে
তোমাকেই সিঁড়ি বানিয়ে।
সেদিন তুমি অবাক চোখে
ভাববে নিজেকে অসহায়!
ফলাফল,
তোমাকে দেখিয়ে ছাড়বে
গর্দান যাবে ঠায়।
প্রশ্ন করবে, উত্তর নেই
প্রশ্ন করবে কাকে ?
সমাজ এখন ছেয়ে রয়েছে
ধর্মের লেবাস এঁকে।
বন্ধ রয়েছে জাগ্রত দরজা
বন্ধ রয়েছে বিবেক!
বন্ধ হবে জীবনের বাঁক
বন্ধ হবে সব, এক এক।
চেয়ে দেখো আজ জালিমদের দেশে
পাকিস্তান যার নাম
ধর্মের খেলায় রয়েছে মেতে
কামাচ্ছে শুধু বদনাম।
এই যদি হয় ধর্মের কাজ!
ঘৃণা তব,
ঘৃণা তোমাদের সনে
হে মহীয়সী, কওমি মাতা
রুখো ওদের, এই ক্ষণে।
রুখে দাও ওদের, চিরতরে
রুখে দাও এই বন্দনা
রুখে দাও ওদের লালসার মোহ্
রুখে দাও সব যন্ত্রণা।
হে মহীয়সী, হে কওমি মাতা
হিসেব কষো জনগণের সাথে,
হিসেবে হবে না ভুল
ওদের ধ্বংসনে লীলায়িত হলে
এ দেশে ফুটবে
ব্লেসফেমির ফুল।
বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম