
শুদ্ধস্বর রিপোর্ট । বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা মাহামুদুর রহমান মান্না মনোনয়ন পত্র জমা দিলেন ,তার সাথে সফরকারী শুদ্ধস্বরের প্রতিনিধি নাজমুল হাসান জানান , গতরাতেই মান্না বগুড়া পৌঁছালে বি এন পি এবং নাগরিক ঐক্যের নেতারা তাকে স্বাগত জানান , আজ দুপুরে বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন , বিকেলে স্থানীয় বি এন পি , নাগরিক ঐক্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করবেন ,