
শুদ্ধস্বর রিপোর্ট । আসামে ৫ বাঙালিকে হত্যার পর পরিস্থিতি থমথমে। নিহতদের পরিবারের প্রতি সান্ত্বনা ও সহমর্মিতা প্রকাশ করতে রোববার সেখানে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৬ সদস্যের একটি দল। এ দলটি সেখানে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, মহুয়া মৈত্র প্রমুখ। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ওই প্রতিনিধিরা আসামের ডিব্রুগড়ে পৌঁছেছেন। সেখান থেকে তারা তিনসুকিয়ায় যাবেন। সেখানে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করার কথা তাদের।