পিয়াল দাস অনুপের কবিতা “অাকাঙ্ক্ষিত ভালোবাসা “

ভালোবাসাগুলো যখন প্রানহারা,
তখন চারদিক ধূয়াসায় ভরা।
নেই মনে শান্তি, চলছে অস্ত্রের মোহরা
বুজেনা বুজেনা এ শহরের মানুষেরা
শুধুই তাদের হাহাকার, চাই, চাই, অারো চাই
যত পায় তত অারো পেতে চায়।
লোভে, জীর্ণতায়,হিংসায় জ্বলে পুড়ে ছারখার,
তবুও সে ছাড়ে নি দ্বার।
তবুও অাজও হলো না ভালোবাসা
মেললো না তৃপ্ততা, চারদিকে ভালোবাসার হাহাকার।
এমন সময়ে এলো এক সবুজ পাখি ভালোবাসার বার্তা নিয়ে
সেও ব্যর্থ হলো, ফিরে গেল তার মৃত অাত্না নিয়ে
কেটে গেল বছরের পর বছর, সেই পাখির অপেক্ষায়।
সে এলো না,সে ভুলে যেতে চায় ভালোবাসা।
কিন্তু তারা অাশা ছাড়ে নি, তারপরও সে একদিন অাসবে
হাজারো অালোর বর্তিকা নিয়ে
বাশির মধুর সুর বাজিয়ে, ভালোবাসা গুলোকে বুকের অাছড়ে ধরে।
ক্লান্ত চোখের চাহনি নিয়ে, দীর্ঘপথ পাড়ি দিয়ে
এই শহরে ভালোবাসাকে মধুর করতে।
চেয়ে অাছে লাখো প্রান, তোমারই অনুগ্রহ পাবে বলে।
😍😍Bhalo chilo