
সামনেই একাদশ জাতীয় নির্বাচন। গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করে। সেদিনই বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে ৯ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের ঘোষনা দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ ১০ নভেম্বর দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি অফিস (দলীয় সভাপতির কার্যালয়) থেকে নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনের হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে আসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জননেতা এম সাইফুল্লাহ সাইফুল।
এর আগেও তিনি ঢাকা ১৫ আসনের হয়ে ২০০৮ সাল ও ২০১৪ সালে দলের মনোয়ন পত্র সংগ্রহ করেছিলেন। ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসা জননেতা এম সাইফুল্লাহ সাইফুল তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি ঢাকা ১৫ আসন তথা মিরপুর-কাফরুলের স্থানীয় মানুষ। কয়েক পুরুষ ধরে আমার পরিবার ও আত্মীয় স্বজন এখানে বাস করেন। এখানকার মানুষেরা আমার আত্মার আত্মীয়। আমি তাদের সমস্যা ও সুবিধাগুলো বুঝি। আমি সকল সময় সুখ দুঃখে সবসময়ই তাদের সাথে ছিলাম,আছি এবং থাকব।
২০০৮ সালে আমাদের এমপি শ্রদ্ধেয় কামাল আহমেদ মজুমদার প্রকাশ্য জনসমক্ষে বলেছিলেন, “আমার বয়স হয়ে গেছে,এবারই আমার শেষ নির্বাচন। এরপর সাইফুল এমপি নির্বাচন করবে। আমি সাইফুলের পক্ষেই কাজ করব।” আমি আশাবাদী গনতন্ত্রের মানস কন্যা,জননেত্রী শেখ হাসিনা আমাকে এবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেবেন। তবে আমার শেষ কথা হলো,প্রতীক নৌকা আর প্রার্থী শেখ হাসিনা। দল ঢাকা ১৫ আসনে যাকেই মনোনয়ন দেবেন আমি তার পক্ষেই কাজ করব। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
শুদ্ধস্বর রিপোর্ট