
জামানত কেনার টাকা জোগাড়সহ অন্যান্য জটিলতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের কমিউিনিস্ট পার্টির (সিপিবি) আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আজ বুধবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দলীয় মনোনয়নপত্র প্রাপ্ত ৮৩ জনের মধ্যে ৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা না দেওয়া আট নেতা হলেন— নওগাঁ-৬ আসনে মনসুর রহমান, মানিগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন, কক্সবাজার-৩ আসনে দীপক বড়ুয়া, গাইবান্ধা-১ আসনে নূরে আলম মানিক, মাগুরা-১ আসনে আনিসুর রহমান, ময়মনসিংহ-১ আসনে আবদুর রেজ্জাক, মুন্সিগঞ্জ-২ আসনে ইদ্রিস আলী, গাজীপুর-১ আসনে হানিফ মাহমুদ। এ ছাড়া বাম গণতান্ত্রিক জোটের আরও দুই নেতা অর্থাভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে জানা গেছে। শুদ্ধস্বর রিপোর্ট