
ওগো উত্তরের হাওয়া,
তোমার যাত্রাপথে ক্ষনিক দাঁড়িয়ে আমার প্রিয়ার খবর নিতে পারো?
সে কি এখনো রোজ সকালে ঘাসের ডগায় শিশির ফোঁটা দেখে-
সে কি এখনো রোজ আমার জন্য সরিষা ফুলের সুবাস জমিয়ে রাখে?
সে কি এখনো তোমার কানে কানে আমার জন্য অনেক খানি উষ্ণতা জমিয়ে রেখেছে বলে বার্তা দেয়?
নাকি প্রেয়সী মোর ভুলে গেছে প্রিয় অতীত-
আটকে গেছে সময়ের চক্রে বর্তমানের ফাঁদে?
দেবে ভাই একটুখানি এনে মোর প্রিয়ার খবর?
আমি এখনও রোজ শিশিরধোয়া শিউলী কুড়িয়ে মালা গাঁথি,
সরিষা ফুল আর হিমালয় থেকে ভেসে আসা পারিজাত পুষ্পের সুবাস জমাই,
খুব যত্ন করে লালন করি তার দেয়া উষ্ণতাগুলো।
উত্তরের হাওয়া,
তুমি নীরব কেন?
তবে কি প্রিয়া মোর ভুলে গেছে আমার কথা?
ভুলে গেছে শিশিরের সৌন্দর্য আর সরিষা ফুলের তাজা ঘ্রান?
তবে প্রিয়াকে বলে দিও,
যে শিশির ফোঁটা ভালবাসে না,ভুলে যায় যে সরিষার ফুলের সুবাস –
মৃত সে আমার কাছে।
আমি এক সমুদ্র আকুলতা নিয়ে আমার প্রিয়ার পূর্ণজন্মের অপেক্ষায় আছি-
যে প্রতিদিন সকালে যত্ন করে পায়ে শিশির মাখবে,
সরিষা ফুলের তাজা সুবাস নেবে,
শিউলী ফুলের মালা গলায় পড়ে যে উচ্ছল হাসি হাসবে-
বলে দিও প্রিয়াকে মোর
আমি একসমুদ্র আকুলতা নিয়ে বারেক মিলনের অপেক্ষায় আছি…
জাকওয়ান হুসাইন